জর্ডানে পূর্ব বিরোধের জেরে পাইপ মিস্ত্রীর হামলায় এক গর্ভবতী তরুণী (২২) প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আমের সারতাভি বলেন, গোপন খবরের ভিত্তিতে প্রশাসন খবর পায় স্থানীয় জারকাত এলাকায় এক নারীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই ওই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
গ্রেপ্তারের পরে প্রাথমিক জবানবন্দীতে ওই ঘাতক জানায়, পূর্ব বিরোধের কারণে সে ওই তরুণীকে হত্যা করেছে।
নিরাপত্তা বাহিনী জানায়, ওই তরুণীকে হত্যার পর তার মরদেহ একটি ময়লার ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়া মরদেহে রাসায়নিক ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়।
নিরাপত্তা বাহিনী আরও জানায়, ওই তরুণীর মাথায় ঘাতক হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করে। এতে তার মাথার খুলি ভেঙে যায় ও মস্তিষ্কে ক্ষত সৃষ্টি হয়। এছাড়া তার বুকে ২০ বারের বেশিবার ছুরিকাঘাত করা হয়।