লোকসভায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানোর জেরে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের চার এমপিকে পুরো অধিবেশনের জন্যে বহিষ্কার করেছেন স্পীকার।
অভিযুক্ত এমপিরা লোকসভার ভেতরে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। পরে স্পিকার ওম বিড়লা তাদের বাইরে গিয়ে প্রতিবাদ জানাতে বলেন।
বহিষ্কৃত চার এমপি হলেন, মানিকম ঠাকুর, জোথিমনি, রাম্য হরিদাস এবং টিএন প্রথাপন।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বহিষ্কারের পরে ওই এমপিরা লোকসভার মাঠে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে গিয়ে স্লোগান দেন।
কংগ্রেস বলছে, আমাদের সংসদ সদস্যরা জনগণের অধিকার তুলে ধরতে চেয়েছিলেন। সরকার তাদের থামাতে বহিষ্কার করেছে।
এর আগে দুপুরে ওই সংসদ সদস্যরা প্ল্যাকার্ড নিয়ে লোকসভায় ঢুকলে স্পিকার তাদের সতর্ক করে এভাবে প্রতিবাদ না করার অনুরোধ করেন।
তিনি বলেন, প্ল্যাকার্ড দেখাতে চাইলে সেটা বাইরে দেখাতে হবে। এখানে শুধু আলোচনা করা যাবে।
কিন্তু বিকেলে অধিবেশন শুরু হলে সংসদ সদস্যরা ফের প্ল্যাকার্ড নিয়ে আসেন।
এ সময় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বিরোধী সংসদ সদস্যদের আচরণের নিন্দা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর পরপরই ওই সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
প্ল্যাকার্ডে কংগ্রেসের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে আসার আহ্বান জানান। এছাড়া মূল্যস্ফীতি, পণ্য ও পরিষেবা কর বা জিএসটিসহ বিভিন্ন সংকট উত্তরণে দাবি তুলে ধরেন।