Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কেনিয়ায় বাস নদীতে পড়ে ৩০ জনের মৃত্যু

গত বছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৫৭৯ জন মারা গেছেন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৯:৫৫ পিএম

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নদীর উপত্যকায় পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রবিবার (২৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। 

প্রতিবেদনে বলা হয়, রবিবার সন্ধ্যায় মডার্ন কোস্ট কোম্পানির একটি বাস মেরু শহর থেকে মোম্বাসা শহরের দিকে যাওয়ার সময় থারাকা নিথি সেতু থেকে প্রায় ৪০ মিটার নিচে পড়ে যায়। 

থারাকা নিথি কাউন্টির কমিশনার নোবার্ট কোমোরা ডেইলি নেশনকে বলেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নাইরোবি হাইওয়ের পাশে কুখ্যাত নিথি নদীর সেতু থেকে একটি বাস পড়ে গিয়ে ২৪ জন মানুষ মারা গেছেন। বাসটির ব্রেক অকার্যকর হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। 

কেনিয়ায় সড়ক দুর্ঘটনা যেন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, গত বছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৫৭৯ জন মারা গেছেন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

   

About

Popular Links

x