ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ব্যবহৃত স্মার্টফোনে ইসরায়েলি প্রতিষ্ঠান নির্মিত স্পাইওয়্যার বা নজরদারি সফটওয়্যার থাকার প্রমাণ মিলেছে।
সম্প্রতি ইইউ-এর এক আইনজীবী এ দাবি করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এ স্পাইওয়্যারের মাধ্যমে কর্মীদের স্মার্টফোন থেকে তথ্য নেয়া হয়েছে।
গত ২৫ জুলাই ইউরোপিয়ান আইনপ্রণেতা সোফির কাছে একটি চিঠি পাঠান ইউরোপিয়ান ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার ডিডিয়ের রেন্ডার্স।
চিঠিতে তিনি জানান, “২০২১ সালে অ্যাপল তাকে জানায় যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে তার আইফোন হ্যাক করা হয়েছে। ইসরায়েলের নজরদারি সংস্থা এনএসও এটি তৈরি করেছে এবং বিভিন্ন দেশের সরকারের কাছে টুলটি বিক্রিও করেছে।”
চিঠিতে বলা হয়, “অ্যাপলের সতর্কতার পর রেন্ডার্সের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক কাজে ব্যবহূত ডিভাইসের পাশাপাশি ইউরোপিয়ান কমিশনের অন্য কর্মীদের স্মার্টফোনও পরীক্ষা করা হয়। তবে তদন্তে রেন্ডার্স বা ইইউর অন্য কর্মীদের স্মার্টফোন হ্যাকের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তকারী দল ডিভাইসে হ্যাক হওয়ার কিছু আলামত পেয়েছে।”
এনএসওর একজন মুখপাত্র জানান, “ইউরোপিয়ান ইউনিয়নের তদন্ত কার্যক্রমে প্রতিষ্ঠানটি সব ধরনের সহযোগিতা করবে।”
রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মুখপাত্র বলেন, “আমাদের সহায়তা আরো গুরুত্বপূর্ণ। কেননা হ্যাক হওয়ার কোনো সঠিক তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি।”