Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সুইডিশ নাগরিক আটক

ওই সুইডিশ নাগরিক গোপনে ইরানে বেশ কয়েকটি সন্দেহভাজন ইউরোপীয় এবং অ-ইউরোপীয় লোকের সাথে যোগাযোগ করেন

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৮:৩১ পিএম

দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডেনের এক নাগরকিকে আটক করেছে ইরান।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানায়।

তবে ওই ব্যক্তির নাম বা পরিচয় জানানো হয়নি।

গত মে মাসে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ইরানে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান ওই ব্যক্তির গ্রেপ্তারের খবর জানায়নি।

নতুন করে আটক হওয়া ব্যক্তি ও আগে আটক হওয়া ব্যক্তি একই কি-না তাও স্পষ্ট নয়।

ইরান বলছে, আটককৃত ব্যক্তির ভ্রমণের ওপর নিবিড়ভাবে নজর রাখা হয়েছিল। ইরানে প্রবেশ করার পর থেকে ওই ব্যক্তি কোনো পর্যটন গন্তব্যস্থলেই যাননি।

ওই সুইডিশ নাগরিক গোপনে ইরানে বেশ কয়েকটি সন্দেহভাজন ইউরোপীয় এবং অ-ইউরোপীয় লোকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বেশ কয়েক মাস আগে ইরানে প্রবেশ করেন।

মন্ত্রণালয় আরও বলেছে, আটক ব্যক্তি ইসরায়েলেও ভ্রমণ করেছেন।

গত সপ্তাহে, ইরানের গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইসরায়েলের মোসাদের গুপ্তচর সংস্থার জন্য কাজ করার অভিযোগে দুটি আলাদা দলকে গ্রেপ্তারের কথা জানায়।

   

About

Popular Links

x