Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ফিদেল রামোস দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:১৮ এএম

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন। সোমবার (১ আগস্ট) সাবেক এই প্রেসিডেন্টের দীর্ঘদিনের সহযোগী নরম্যান লেগাস্পির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

নরম্যান লেগাস্পি বলেন, ফিদেল রামোস মাকাটি মেডিকেল সেন্টারে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও ডিমেনশিয়ায় ভুগছিলেন।

১৯৯২ খ্রিষ্টাব্দ থেকে ১৯৯৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন শাসন করেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ফিদেল রামোস দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। ১৯৮৬ খ্রিষ্টাব্দে ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থানে সহায়তা করায় তিনি ‘‘হিরো’’ হিসেবে আবির্ভূত হন।

তার মৃত্যুতে বিশেষভাবে শোক প্রকাশ করেছেন মার্কোস সিনিয়রের ছেলে ফিলিপিন্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দুঃখ প্রকাশ প্রেসিডেন্টের অফিস থেকে বিবৃতিও দেয়া হয়েছে।

বলা হয়, ‘‘সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মৃত্যুবরণ করেছেন, আমাদের জন্য এ খবর খুবই কষ্টের। সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এক বর্ণাঢ্য জীবন যাপন করে গেছেন এবং সেই সঙ্গে দেশের পরিবর্তন সাধনে অংশ নিয়ে ইতিহাসে ঠাই করে নিয়েছেন।’’

About

Popular Links