Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

অবৈধ তহবিল নেওয়ায় ইমরান খানের দলকে নোটিশ

৪ আগস্ট (বৃহস্পতিবার) ইসলামাবাদে পাকিস্তানের নির্বাচন কমিশনের সামনে নতুন বিক্ষোভের ডাক দিয়েছেন পিটিআই নেতা ইমরান খান

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৪:৪৪ পিএম

নিষিদ্ধ ঘোষিত উৎস থেকে তহবিল নেওয়ায় পাকিস্তানের বিরোধী দল পিটিআইকে (পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। একইসঙ্গে এসব অর্থ জব্দ করা হবে না—দলটির কাছে সেটিও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতানা রাজা এ আদেশ দেন।

এর আগে ২০১৪ সালের ১৪ নভেম্বর পিটিআইয়ের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ করেন দলের প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস. বাবর।

রায় ঘোষণার পর সাংবাদিকদের পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, বেশির ভাগ অর্থ প্রবাসী পাকিস্তানিদের কাছ থেকে এসেছে। 

তিনি বলেন, পিএমএল-এন, জেইউআই এবং পিপিপি কেন প্রবাসী পাকিস্তানিদের শত্রু ঘোষণা করছে, তা আমি বুঝতে পারছি না।

এছাড়া এই রায়কে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি।

এদিকে ৪ আগস্ট (বৃহস্পতিবার) ইসলামাবাদে পাকিস্তানের নির্বাচন কমিশনের সামনে নতুন বিক্ষোভের ডাক দিয়েছেন পিটিআই নেতা ইমরান খান। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতানা রাজার পদত্যাগ চেয়ে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়।

About

Popular Links