Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্রোয়েশিয়ায় বাস উল্টে নিহত ১২ পর্যটক

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ আরোহী নিহত হন, পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:০১ পিএম

ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ায় একটি বাস সড়ক থেকে খাদে উল্টে পড়ে ১২ জন নিহত হয়েছেন। এতে নিহত হয়েছেন আরও ৩১ জন। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। ওই বাসে পোল্যান্ডের তীর্থযাত্রীরা ছিলেন।

শনিবার (৬ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবিসি জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ আরোহী নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। 

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাসের যাত্রীরা পোল্যান্ডের বাসিন্দা। তাঁরা সবাই প্রাপ্তবয়স্ক। এদিকে দুর্ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের বিচারমন্ত্রী ও প্রসিকিউটর জেনারেল।

বাস দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বজিনোভিক বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভি। 

এক টুইট বার্তায় তিনি বলেন, ক্রোয়েশিয়ার জরুরি সেবা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

About

Popular Links