Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

নাইজেরিয়ায় আশুরার শোক মিছিলে পুলিশের হামলা, হতাহত

 শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ পুলিশ ঢুকে পড়ে ও টিয়ারগ্যাস নিক্ষেপ শুরু করে, এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়ে

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৩:৪১ পিএম

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে শোকাবহ আশুরার মিছিলে সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন শিয়া মুসলিম হতাহত হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) দেশটির কাদুনা প্রদেশের জারিয়া এলাকার এ ঘটনা ঘটে।

নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা ইব্রাহিম আল জাকজাকির মনোনীত জারিয়া এলাকার প্রতিনিধি শেখ আব্দুল হামিদ বেলোর বরাতে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর গুলিতে অন্তত চারজন শোক প্রকাশকারী শিয়া মুসলমান নিহত হন। জারিয়া সেন্ট্রাল মার্কেট এলাকায় ওই শান্তিপূর্ণ শোক মিছিল বের হয়।

শেখ বেলো জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ছয়-এ দাড়িয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে শেখ জাজাকির ভাতিজাও রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুলহাকাম মুহাম্মাদ বলেন, শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ পুলিশ ঢুকে পড়ে ও টিয়ারগ্যাস নিক্ষেপ শুরু করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়ে।

ওই সময় জাজ্জাউ প্রাসাদের সামনে অবস্থানরত সৈন্যরা ছত্রভঙ্গ মানুষের ওপর গুলি ছুড়তে শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটে।

নাইজেরিয়ার বহু শহরে প্রতিবছর আশুরার শোক মিছিল বের হয়। মহানবি (স.) এর নাতি ইমাম হোসেন (আ) এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১০ই মহরম সারা বিশ্বে শোক পালন করা হয়। ইতিহাসের এই দিনে কুখ্যাত ইয়াজিদ বাহিনীর বর্বরতার শিকার হয়ে অত্যন্ত নির্মমভাবে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন (আ) এবং তার বেশ কয়েকজন সঙ্গী ও নিকটাত্মীয় শাহাদাত বরণ করেন।

About

Popular Links