Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘গণতন্ত্র রক্ষায়’ ব্রাজিলিয়ানদের পদযাত্রা

উগ্র ডানপন্থী নেতা বলসোনারো অক্টোবরের ভোটের ফলাফলকে সম্মান করবেন না এই আশঙ্কা থেকে জনগণ সড়কে নেমে আসেন

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৭:৪৭ পিএম

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর অব্যাহত হস্তক্ষেপের অভিযোগে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে সাও পাওলোর রাস্তায় ‘‘গণতন্ত্র রক্ষায়’’ পদযাত্রা করেছে হাজার হাজার ব্রাজিলিয়ান।

মতামত জরিপে পিছিয়ে থাকলেও উগ্র ডানপন্থী নেতা বলসোনারো অক্টোবরের ভোটের ফলাফলকে সম্মান করবেন না এই আশঙ্কা থেকে জনগণ সড়কে নেমে আসেন।

শত শত শিক্ষাবিদ, ব্যবসায়িক ও ট্রেড ইউনিয়ন নেতাদের এক সমাবেশে সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের রেক্টর কার্লোস গিলবার্তো জুনিয়র বলেন, ব্রাজিলের স্বাধীনতার ২০০ বছর পরে, আমাদের আমাদের ভবিষ্যত নিয়ে চিন্তা করা উচিত।

ক্যাম্পাসের বাইরে হাজার হাজার ব্যানার তুলে ধরে বলসোনারোকে নিন্দা করে তিনি বলেন, ভোটের সম্মান দিন, জনগণকে সম্মান করুন।

৬২ বছর বয়সী স্থপতি সাবরিনা কুনহা এএফপিকে বলেছেন, আমাদের রাষ্ট্রপতি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে তিনি নির্বাচন ঠেকাতে সম্ভাব্য সবকিছু করবেন।

আমি সামরিক স্বৈরশাসনের (১৯৬৪-১৯৮৫) সময় ছাত্র আন্দোলনে ছিলাম, আমি জানি আমাদের জন্য কী অপেক্ষা করছে, তিনি যোগ করেন। 

বিশ্ববিদ্যালয়ের সমাবেশে, গণতান্ত্রিক রাষ্ট্রের আইন রক্ষায় একটি পিটিশন পড়ে ব্রাজিলের শিল্পীদের একটি ভিডিও দেখানো হয়েছিল। এছাড়া এবিষয়ে একটি  গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়েছে।

দুই সপ্তাহ আগে অনলাইনে পোস্ট করার পর থেকে নথিটি ৯০ হাজারেরও এরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে।

   

About

Popular Links

x