Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইরান থেকে আরো বেশি গ্যাস নেবে ইরাক

ইরাক সম্প্রতি গ্যাসের বকেয়া বিল বাবদ ইরানকে ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:৫৮ পিএম

ইরান থেকে আরও বেশি গ্যাস নেবে বলে জানিয়েছেন ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল এবাদি।

শনিবার (১৩ আগস্ট) মিডল ইস্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের কাছ থেকে বাড়তি গ্যাস আমদানির কথা জানান তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান থেকে আরও বিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা চলছে।   

তিনি আরো বলেন, তার দেশ ইরান থেকে গ্যাস আমদানি বাড়িয়ে সাড়ে চার কোটি ঘনমিটারে নেবে। ইরাক সম্প্রতি ইরানি গ্যাসের বকেয়া মূল্য পরিশোধ করার পর এই পরিকল্পনা নিয়েছে। 

আহমাদ বলেন, ইরাকের বর্তমান গ্যাসের চাহিদা পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি ঘন মিটার। বাড়তি গ্যাস নেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে যে আলোচনা চলছে তা বাস্তবায়িত হলে ইরাকের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক বেড়ে যাবে।  

ইরাক সম্প্রতি গ্যাসের বকেয়া বিল বাবদ ইরানকে ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে।

About

Popular Links