Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতীয় ধনকুবের ঝুনঝুনওয়ালা আর নেই

শেয়ার বাজারে তার বিনিয়োগের কারণে তাকে ‘ভারতীয় ওয়ারেন বাফেট’ ডাকনাম এনে দিয়েছিল

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৩:৫২ পিএম

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

রবিবার (১৪ আগস্ট) মুম্বাইয়ের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, শারীরিক অসুস্থতাজনিত কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রাকেশকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল। এর আগে গত মাসে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করেছিল আকাসা এয়ারলাইন্স। বিভিন্ন রুটে সস্তায় বিমান পরিষেবা দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল এ সংস্থাটি।

এদিকে, ভারতের অন্যতম ধনী ব্যক্তি রাকেশ ঝুনঝুনওয়ালার পরিচিতি ছড়িয়ে পড়েছিল তার বিনিয়োগের জন্য। শেয়ার বাজারে তার বিনিয়োগের কারণে তাকে ‘‘ভারতীয় ওয়ারেন বাফেট’’ ডাকনাম এনে দিয়েছিল। এছাড়া তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট।

রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এক টুইটে মোদি লেখেন, ‘‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। অর্থনৈতিক জগতে একটি অদম্য অবদান রেখে গিয়েছেন তিনি। ভারতের অগ্রগতির ব্যাপারেও তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তার মৃত্যুতে শোকাহত আমি। তার পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’’

   

About

Popular Links

x