২০১৫ সালের পারমাণবিক চুক্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরুর কথা থাকলেও যুক্তরাষ্ট্র তা বিলম্ব করছে বলে অভিযোগ করেছে ইরান।
তেহরানের মুখপাত্র নাসের কানানি বলেন, কয়েকটি সমস্যা সমাধান করা বাকি ছিল কিন্তু সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমেরিকানরা দেরি করছে ও ইউরোপীয়রাও নিষ্ক্রিয় রয়েছে... ইরানের চেয়ে আমেরিকা ও ইউরোপের একটি চুক্তির বেশি প্রয়োজন।
কানানি বলেন, তেহরান একটি টেকসই চুক্তি চায়। যেখানে তার অধিকার সমুন্নত থাকবে।
তিনি বলেন, ওয়াশিংটনের সাথে বন্দীদের বিনিময় আলাদা বিষয়। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে এর সম্পর্ক নেই।
নিরাপত্তার অভিযোগে ইরানে আটক বেশ কয়েকজন ইরানি-আমেরিকানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
অপরদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটক বেশ কয়েকজন ইরানিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান।
ইরানের দাবি, চুক্তিটি পুনরুজ্জীবিত করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সেটি আর কোনো মার্কিন প্রেসিডেন্ট বাতিল করবেন না।