Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইরানে জার্মান নাগরিক আটক

৬৬ বছর বয়সী একজন জার্মান ব্যক্তিকে প্রায় এক মাস আগে ইরানে আটক করা হয়

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১০:৩৯ পিএম

ইরানে একজন জার্মান নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ওই ব্যক্তিকে দূতাবাস থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়টি।

শুক্রবার রেডিও লিবার্টির ফার্সি সার্ভিস জানায়, ৬৬ বছর বয়সী একজন জার্মান ব্যক্তিকে প্রায় এক মাস আগে ইরানে আটক করা হয়। নিষিদ্ধ স্থানের ছবি তোলার কারণে ইরান ওই পদক্ষেপ নেয়। তবে তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

তাছাড়া গত ৩০ জুলাই গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডেনের এক নাগরিককে গ্রেপ্তার করে ইরান। গ্রেপ্তারের আগে বেশ কিছু দিন তাকে নজরদারিতে রাখা হয়।

ইরানের গোয়েন্দা বিভাগের বিবৃতিতে ওই সুইডিশ নাগরিকরে নাম প্রকাশ করা হয়নি। তাছাড়া তার বয়স বা অন্য কোনো বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে ইউরোপের আর এক গুপ্তচরকে গ্রেপ্তার করে দেশটি।

   

About

Popular Links

x