Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

কলম্বিয়ায় মহাসড়কে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

কর্তৃপক্ষ বলছে, হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সাথে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১২:৪০ পিএম

কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি হাইওয়েতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় রবিবার ( ২৮ আগস্ট) এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি অনলাইন রেডিও স্টেশনের ডিরেক্টর লেইনার মন্টেরো ও একটি অনলাইন নিউজ ওয়েবসাইটের পরিচালক ডিলিয়া কনট্রেরাসকে মাগডালেনাকে বিভাগের ফান্ডাসিওনের পৌরসভার কাছে হত্যা করা হয়। তখন তারা একটি অনুষ্ঠান থেকে ফিরছিল।

মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্টেরো এবং আরও কয়েকজনের মধ্যে মারামারি হয়েছিল। এই ঘটনার পর তারা ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসে। পরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।  

যদিও কর্তৃপক্ষ বলছে, হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সাথে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে অলাভজনক বেসরকারি সংস্থা দ্য ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম।

About

Popular Links