Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, সৌদি নারীর ৪৫ বছর কারাদণ্ড

কাহতানি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে কি লিখেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৮:১৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জেরে এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের এক আদালত।

নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি নামের যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির ওই ডক্টরেটের শিক্ষার্থী নিজ দেশে ফিরে এই দণ্ডের মুখে পড়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্যা ডন।

যদিও তাকে নিয়ে সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যমে কোনো তথ্য জানানো হয়নি।

মঙ্গলবার (৩০ আগস্ট) দ্যা ডন বলছে, কাহতানি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে কি লিখেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- টুইটারে ভিন্নমতাবলম্বীদের অনুসরণ করায় সৌদি নারীর ৩৪ বছরের কারাদণ্ড

এর কিছুদিন আগেই টুইটার অ্যাকাউন্ট রাখা, ভিন্নমতাবলম্বী ও অ্যাক্টিভিস্টদের অনুসরণ করায় সালমা আল-সেহাব (৩৪) নামে যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থীকে ৩৪ বছর কারাদণ্ড দেওয়া হয়।

জুলাইয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের সময় মানবাধিকার নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরেই এসব ঘটনা প্রকাশ্যে এলো।

About

Popular Links