Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনচাপায় দুমড়ে মুচড়ে গেল মোটরসাইকেল, বেঁচে গেলেন চালক

ওই রেলক্রসিং লাইনে থাকা ক্যামেরায়  এ ঘটনা ধরা পড়ে

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১০:৪১ পিএম

ধেয়ে আসছিল দ্রুতগতির ট্রেন। তবুও রেললাইন দিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল নিয়েই। রক্ষা হয়নি। ক্ষিপ্রগতিতে আসা ট্রেনের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল। তবে ভাগ্যক্রমে বেঁচে যান চালক।

ভারতের উত্তর প্রদেশে গত সপ্তাহে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওই রেলক্রসিং লাইনে থাকা ক্যামেরা ফুটেজে দেখা যায়, কিছু ব্যক্তি দ্রুতগতিতে বাইকে নিয়ে রেলগেট ক্রসিংয়ের চেষ্টা করে। এ সময় এক বাইকার তার বাইক নিয়ে রেললাইনে মধ্যে পড়ে গেলে ওই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। বাইকটি রেললাইন থেকে উদ্ধারের চেষ্টাকালে হঠাৎ করেই দ্রুতগতির একটি ট্রেন এলে বাইটি তার নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। তবে অক্ষত থাকেন চালক।

এ ঘটনায় ওই চালককে আটক করা হতে পারে। কারণ ট্রেন আসার সঙ্গে সঙ্গে রেলক্রসিং বন্ধ করে দেওয়া হলেও তা না মেনে তিনি ট্রাকের ওপর উঠে পড়েন। এতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। 

ভারতের বিভিন্ন রেলক্রসিংয়ে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এর আগে এক ব্যক্তি নিয়ম অমান্য করে রেললাইনে মোটরসাইকেল তুলে দেন এক ব্যক্তি। দ্রুতগতিতে ধেয়ে ট্রেনের চাপা থেকে বাঁচতে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেন তিনি।

About

Popular Links