Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাবুলে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরণে হতাহত

রুশ দূতাবাসের কোনো কর্মী হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত রুশ দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশদ্বারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গেটের কাছে আসার সময় সশস্ত্র রক্ষীদের গুলিতে হামলাকারীরা নিহত হয়েছে।

জেলার পুলিশ প্রধান মাওলাভি সাবির বলেন, আত্মঘাতী হামলাকারী লক্ষ্যে পৌঁছানোর আগেই রুশ দূতাবাসের (তালেবান) রক্ষীরা তাকে চিনতে পেরে গুলি চালায়। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এদিকে রুশ দূতাবাসের কোনো কর্মী হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এক বছরেরও বেশি সময় আগে তালেবানরা দেশটির দখল নেওয়ার পর কাবুলে দূতাবাস চালিয়ে যাওয়া দেশের মধ্যে অন্যতম রাশিয়া। যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে তালেবানের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে তারা পেট্রলসহ অন্যান্য পণ্য সরবরাহের চুক্তি নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করছে।

   

About

Popular Links

x