কাজাখস্তান ও উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
কোভিড-১৯ মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে সোমবার (১২ সেপ্টেম্বর) দেশের বাইরে যাচ্ছেন তিনি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শি উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং বুধবার থেকে শুক্রবার কাজাখস্তান ও উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফর করবেন।
এসসিও চীন, রাশিয়া, ভারত, পাকিস্তানের পাশাপাশি মধ্য এশিয়ার চারটি দেশ - কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান নিয়ে গঠিত।
উজবেক শহর সমরকন্দে ১৫ ও ১৬ সেপ্টেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাশিয়া বলছে, শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন শি।
ইউক্রেন অভিযানের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদার করতে চায় মস্কো।
২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ মিয়ানমারে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। এর কিছুদিন পরেই কোভিড-১৯ মহামারির কারণে চীনে লকডাউন শুরু হয়।
অক্টোবরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক দশকের মধ্যে দুবার একটি গুরুত্বপূর্ণ কংগ্রেসের জন্য প্রস্তুত হচ্ছেন শি। এতে তিনি রাষ্ট্রপতি হিসাবে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেবেন।
পর্দার অন্তরালে ক্ষমতার লড়াই তীব্র হওয়ায় আগে সাধারণত পার্টি কংগ্রেসের কয়েক সপ্তাহ আগে বিদেশ সফর থেকে বিরত থাকতেন চীনা নেতারা।