Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোস্টারিকাতে বাস দুর্ঘটনায় নিহত ৯

 কর্তৃপক্ষ জানায়, ভারী বর্ষণে মারাত্মক ক্ষতির কারণে শত শত পরিবারকে সরিয়ে নিতে হয়েছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৮ এএম

ভারি বৃষ্টিপাতের জেরে কোস্টারিকাতে বাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। এতে আরও অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রাজধানী সান জোসে থেকে ৭০ কিলোমিটার (৪৫ মাইল) পশ্চিমে ক্যামব্রোনেরো রুটে দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়।

দমকলকর্মী ও দেশটির রেড ক্রস জানায়, দুর্ঘটনায় নয়জন মারা গেছেন। কর্তৃপক্ষ ৫৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ভারী বর্ষণে মারাত্মক ক্ষতির কারণে শত শত পরিবারকে সরিয়ে নিতে হয়েছে।

জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট রবিবার টুইটারে জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে তীব্র বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 

কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস বলেছেন, এই পরিস্থিতি যেখানে অনেক পরিবার তাদের জিনিসপত্র হারিয়েছে তা সত্যিই দুঃখজনক ও উদ্বেগের।

দুর্ঘটনায় নিহতের জন্যে কোস্টারিকাতে রবিবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস।

About

Popular Links