বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলীয় শহর দ্রুত ডুবছে। এতে কোটি কোটি মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।
গত সপ্তাহে সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির এক গবেষণায় এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, দ্রুত নগরায়ন হওয়া শহরগুলো অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তুলে ফেলছে। জলবায়ুর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে উপকূলের অনেক এলাকা পানির নিচে চলে যাচ্ছে।
স্যাটেলাইটে পাওয়া তথ্যে বলা হয়েছে, ভিয়েতনামের সর্বাধিক জনবহুল নগর কেন্দ্র ও প্রধান ব্যবসা কেন্দ্র হো চি মিন সিটি বছরে ১৬.২ মিলিমিটার করে ডুবে যাচ্ছিল।
পশ্চিম ভারতের শহর আহমেদাবাদ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও মায়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনও সাম্প্রতিক বছরে ২০ মিলিমিটারের বেশি ডুবে গেছে। এছাড়া দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তালিকায় দ্বিতীয়তে ছিল।
গবেষণায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাওয়া শহরগুলোর উন্নতি কীভাবে করা যায় সেটি দেখতে হবে।
জাতিসংঘের একটি সংস্থার মতে, ২০৫০ সালের মধ্যে এক বিলিয়নেরও বেশি মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে পড়বে। এরমধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উপকূলীয় শহরের মানুষেরা।
আইপিসিসি বলছে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমলেও শতাব্দীর শেষ নাগাদ বিশ্বে সমুদ্রের স্তর ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পাবে।