Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

মালিতে সশস্ত্র হামলায় নিহত ৩৭

মঙ্গলবারের এ ঘটনার সাথে দেশটির রাখাল সম্প্রদায় জড়িত বলে ধারণা করছে মালি সরকার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১২:০৮ পিএম

মালির মধ্যাঞ্চলে ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। মঙ্গলবারের এ ঘটনার সাথে দেশটির রাখাল সম্প্রদায় জড়িত বলে ধারণা করছে মালি সরকার।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্ ব্যক্তিরা শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোউলোগোন গ্রামে এ হামলা চালায়। বিবৃতিতে আরো বলা হয়, ‘এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এদের সকলেই সাধারণ নাগরিক। এছাড়া এতে বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীরা অনেক বাড়ি জ্বালিয়ে দিয়েছে।’

ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা বলেন, ‘আমাদের গ্রামের প্রধান মুসা দিয়াল্লো এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও এতে তার পরিবারের এক বৃদ্ধা ও এক বালিকা নিহত হয়েছে।’
 

প্রসঙ্গত, ফুলানীরা ডোগোনদের জমিতে তাদের পশু চরাতে যাওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পানি ও জমি নিয়েই এই বিরোধের সৃষ্টি হয়।

   

About

Popular Links

x