Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সুমাত্রা দ্বীপ, একজনের মৃত্যু

পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক প্লেট মিলিত হয়েছে এমন একটি কম্পনপ্রবণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৬:২৫ পিএম

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি।

স্থানীয় সময় দুপুর ২.২৮ মিনিটে ভূমিকম্পটি প্রথম অনুভূত হয়। ভূমিকম্পে ৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ৫৩টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

শনিবার বিএমকেজির প্রধান দ্বিকোরিতা কর্নাবতী জানান, এ ভূমিকম্পে আরও ৯ জন আহত হয়েছে, এটি কয়েকটি শহরে অনুভূত হয় এবং লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

ভূমিকম্পের কারণে কোনো সুনামির ঝুঁকি তৈরি না হলেও পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করেছেন কর্নাবতী।

পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক প্লেট মিলিত হয়েছে এমন একটি কম্পনপ্রবণ এলাকায় (প্যাসিফিক রিং অব ফায়ার) ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পাশ দিয়ে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। এখানে ২০০৪ সালে ৯.১ মাত্রার  ভূমিকম্প  হয়। ভূমিকম্পের কারণে সৃষ্ট  সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ভারত, থাইল্যান্ডসহ আরও ৯ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়।

About

Popular Links