Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ৯

ক্রিসলো গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রোল স্টেশনে বিস্ফোরণটি ঘটে

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৮:৩২ পিএম

আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলীয় ডোনেগাল কাউন্টিতে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত নয় জন মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ক্রিসলো গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রোল স্টেশনে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ওই ঘটনায় আরও আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা কিরন গ্যালাঘের জানান, তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে। বিস্ফোরণটিতে বোমার মতো শব্দ হয়েছিল।

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, পেট্রোল স্টেশনের পাশে একটি দোকানের দেয়াল ধসে গেছে। এছাড়া ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, কয়েকশ মানুষের একটি ছোট সম্প্রদায়ের জন্য এই ঘটনাটি বড় ধাক্কা হয়ে এসেছে।

স্থানীয় সিন ফেইনের আইনপ্রণেতা পিয়ার্স ডোহার্টি শুক্রবার ঘটনাস্থলে বলেন, বিশাল বিস্ফোরণে অনেক দূর থেকেও শব্দ শোনা যায়। কয়েক ঘন্টা পরেও লোকেরা ভবনের ভিতরে আটকা পড়েছিল।

তিনি বলেন, পেট্রোল স্টেশনটি গ্রামের একমাত্র সুপারমার্কেট ছিল। সেখানে একটি পোস্ট অফিস ও হেয়ারড্রেসারও ছিল। ফলে শুক্রবার হলেও সেখানে ব্যস্ততা ছিল।

About

Popular Links