Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

বছরের পর বছর লটারি ধরে অবশেষে এক কেজি স্বর্ণ জয়

মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই লটারিটি কিনেছিলেন তিনি

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:৫৮ পিএম

১৬ বছর আগে ভাগ্য অন্বেষণে দুবাই গিয়েছিলীন ভারতীয় রাজেশ মোহানন পিল্লাই। সেখানে নিয়মিত র‍্যাফেল ড্র’র টিকিট কিনতেন। বছরের পর বছর ধরে চেষ্টা করতে করতে অবশেষে সম্প্রতি ১ কেজি স্বর্ণ জিতেছেন এই ব্যক্তি।

টাইমস অব ওমান’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দুবাইয়ের রাজধানী মাসকাটে ওই ডিউটি ফ্রি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

রাজেশ কেরালার কোট্টারাকারা শহরের বাসিন্দা।

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ১৬ বছর ধরে বুরাইমিতে বসবাস করছেন রাজেশ। তার টিকিট নম্বর ছিল ২১৩০। মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই লটারিটি কিনেছিলেন তিনি।

রাজেশ জানান, ‘‘নিয়মিতই এই লটারিতে অংশ নিয়ে থাকেন তিনি। তবে এতে জয়ের কথা ভাবতে পারেননি তিনি।’’

রাজেশ বলেন, ‘‘কয়েক বছর ধরেই আমি র‌্যাফেল ড্রয়ে অংশ নিচ্ছিলাম। অবশেষে আমি পুরস্কার জিতলাম।’’

রাজেশ ছাড়াও এই ড্র’তে আধা কেজি স্বর্ণ জিতেছেন আব্দুল লতিফ, ২৫০ গ্রাম স্বর্ণ জিতেছেন মোহাম্মদ শাহবাজ সাগর।

   

About

Popular Links

x