Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন

জার্মানি জানায়, তাদের আইআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১১:৫৫ পিএম

রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন।

বুধবার (১২ অক্টোবর) ন্যাটের সদর দপ্তরে ইউক্রেনের মিত্ররা এ ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনজুড়ে ‘‘কোন সামরিক উদ্দেশ্য ছাড়াই’’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘‘পুরো বিশ্ব পুতিনের পছন্দের যুদ্ধের বিদ্বেষ ও নিষ্ঠুরতা আবারও দেখেছে, যার মূলে রয়েছে আগ্রাসন এবং সে যুদ্ধের নিয়মের প্রতি তীব্র অবজ্ঞা প্রদর্শন করছে। কিন্তু রাশিয়ার সর্বশেষ হামলা ইউক্রেনের জনগণের দৃঢ় সংকল্পকে আরও জোরদার করেছে এবং পৃথিবীর প্রতিটি অঞ্চলের সদিচ্ছাপূর্ণ দেশগুলিকে আরও একত্রিত করেছে।’’

জার্মানি বৈঠকে জানিয়েছে, তাদের আইআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। 

জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট একে ‘‘ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমর্থন’’ বলে অভিহিত করেছেন।

   

About

Popular Links

x