Friday, June 14, 2024

সেকশন

English
Dhaka Tribune

মূল্যস্ফীতির প্রতিবাদে প্যারিসে বামপন্থিদের বিক্ষোভ

মিছিল থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ দেখান বিক্ষোভকারীরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৯:০২ পিএম

মূল্যস্ফীতি ও সরকারের নীতির বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় বিক্ষোভ হয়েছে। দেশটির বামপন্থি সংগঠনগুলোর ডাকে অন্তত এক লাখ ৪০ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশটির জ্বালানি তেলের শোধনাগারে ধর্মঘট চলছে। এতে পুরো ফ্রান্সেই তেলের ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয়ভাবে বেড়ে গেছে।

খবরে জানানো হয়, মিছিল থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

এতে তারা ইমানুয়েল ম্যাখো সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরেন ও দ্রুততার সঙ্গে পণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি ও খাবারের দাম কমানোর দাবি তোলেন।

বিক্ষোভে অনেককে ‘‘ইয়েলো ভেস্ট’’ পরতে দেখা যায়। ২০১৮ সালে ফ্রান্সের সরকারকে কাঁপিয়ে দিয়েছিল এই ‘‘ইয়েলো ভেস্ট’’ আন্দোলনকারীরা।

আয়োজকরা এক লাখ ৪০ হাজার মানুষ জড়ো হওয়ার দাবি করেছে।

পুলিশ বলছে, এই সংখ্যা ৩০ হাজারের বেশি হতে পারে। এ বছর সাহিত্যে নোবেল পাওয়া লেখক অ্যানি এর্নোও আন্দোলনে যোগ দিয়েছেন।

দেশটিতে নতুন করে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। পেট্রোল স্টেশনগুলোতে জ্বালানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নাগরিকদের। এসবে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছে মানুষ।

সম্প্রতি পার্লামেন্টে ইমানুয়েল ম্যাখোর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়ছে তার মধ্যপন্থি জোটের জন্য।

About

Popular Links