দায়িত্ব পেয়েই ‘বিজেপির অপশাসনের অবসান' ঘটানোর সংকল্প করলেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। বুধবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন খাড়গে।
এসময় নবনির্বাচিত কংগ্রেস সভাপতি বলেন, ‘‘এই মুহূর্তটি আবেগপূর্ণ। অতি সাধারণ এক শ্রমিকের ছেলে হিসেবে জীবন শুরু করেছিলাম। সাধারণ কর্মী থেকে ব্লক সভাপতি হয়ে আজ দলের এই পর্যায়ে পৌঁছেছি। কংগ্রেসের আদর্শ রক্ষাই জীবনের ধর্ম মেনেছি। সবাইকে সঙ্গে নিয়ে এমন এক ভারত গড়ার চেষ্টা করব। যেখানে সংবিধান সম্মান পাবে।''
নতুন ভারতে এখন দিনভর মিথ্যার রমরমা দাবি করে খাড়গে বলেন, ‘‘সর্বত্র হিংসা ও ঘৃণার বাতাবরণ। এই ভারতে গান্ধীজি খলনায়ক ও গডসে মহাপুরুষ। এই অপশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষা করা কংগ্রেসের অবশ্য কর্তব্য। নতুন সভাপতি সেই লড়াইয়ে প্রত্যেকের সহযোগিতা চাই।''
তিনি বলেন, ‘‘প্রত্যেকে সমান অধিকার ও সুযোগ পাবে। সর্বস্তরীয় ঘৃণা দূর হবে। বেকারত্ব ঘুচিয়ে ও ক্ষুধা মিটিয়ে এমন এক উন্নত দেশ গড়ব। যেখানে হিংসার স্থান থাকবে না।''
দলটির দীর্ঘদিনের সভানেত্রী সোনিয়া গান্ধী নতুন সভাপতিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘‘আজ আমি স্বস্তি বোধ করছি। আমি ভারমুক্ত।'
খাড়গের অভিষেক পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৪ আকবর রোডে দলীয় সদর দপ্তরের লনে। এসময় আরও উপস্থিত ছিলেন রাহুল–প্রিয়াঙ্কাসহ দলের অন্যান্য নেতা।