Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

জেমিমা: ঈশ্বরকে ধন্যবাদ, ইমরান বেঁচে আছেন

হামলাকারীকে আটক করা যুবককে নায়ক আখ্যা সাবেক এই দম্পতির দুই সন্তানের পক্ষ থেকে ধন্যবাদও জানিয়েছেন সাবেক স্ত্রী জেমিমা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

রাজনৈতিক কর্মসূচিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

একইসঙ্গে হামলাকারীকে আটক করা যুবককে ‘‘নায়ক'' আখ্যা সাবেক এই দম্পতির দুই সন্তানের পক্ষ থেকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

টুইটারে ওই তরুণের ছবি পোস্ট করে ইমরানের সাবেক স্ত্রী লিখেন, ‘‘তার ছেলেদের পক্ষ থেকে সমাবেশে অংশ নেওয়া এই বীর পুরুষকে ধন্যবাদ যিনি হামলাকারীকে ঠেকিয়ে দিয়েছেন।''

বৃহস্পতিবার লংমার্চ কর্মসূচি চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক ব্যক্তি। তার ডান পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ওই ঘটনায় পিটিআইয়ের আরও কয়েকজন নেতা আহত হন।

ইমরান খান লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (৪ নভেম্বর) দল এবং পাঞ্জাব প্রাদেশিক সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইমরানের অবস্থা ‘‘স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।''

হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ইবতিসাম নামের ওই তরুণ পিস্তলধারী হামলাকারীকে বাধা দিচ্ছেন। হামলাকারীর সঙ্গে তাঁকে রীতিমতো ধস্তাধস্তি করতে দেখা যায়।

পিস্তল দিয়ে যে হামলাকারী হামলার প্রস্তুতি নিয়েছিল, তাকে হামলার সময়েই পাকড়াও করেন বছর তিরিশের এক যুবক। তিনি ঠিক সময়ে তৎপর না হলে নিহতও হতে পারতেন পিটিআিই চেয়ারম্যান।

একে ৪৭ অস্ত্রধারী হামলাকারীর বন্দুক থেকে বের হওয়া ৩ থেকে ৪টি গুলি ইমরান খানের পায়ে বিদ্ধ হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত।

ধস্তাধস্তির মুহূর্তের একটি ছবির সঙ্গে ইবতিসামের ছবিও টুইট করেন জেমিমা। তিনি লিখেন, ‘‘এই খবরে আমরা শিউরে উঠি... ঈশ্বরকে ধন্যবাদ সে (ইমরান খান) ভালো আছে।''

সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহকারী ডা. ফয়সাল সুলতান বলেছেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল।

লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, এক্স-রে ও স্ক্যান অনুসারে, তার পায়ে গুলির টুকরো রয়েছে।

পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যদি অস্ত্রধারীকে লোকজন না আটকাত, তাহলে পিটিআইয়ে গোটা নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে যেত।

জেমিমা গোল্ডস্মিথ ইমরান খানের প্রথম স্ত্রী। যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে ইমরান খান বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৫ সালে, পরে ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সুলাইমান ইসা ও কাসিম নামে এই দম্পতির দুই ছেলে রয়েছে।

জেমিমার সঙ্গে ছাড়াছাড়ির কয়েক মাস পর বিবিসির সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান খান, কিন্তু ২০১৫ সালেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর ২০১৮ সালে বুশরা বিবি নামের এক নারীকে বিয়ে করেন ইমরান।

অন্যদিকে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তান থেকে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে পেশাদার লেখালেখি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন। ইমরান-জেমিমা দম্পতির দুই সন্তান তাদের মায়ের সঙ্গেই আছেন।

   

About

Popular Links

x