Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিয়েতে অনুপ্রবেশ, স্নাতকোত্তর তরুণকে দিয়ে বাসন মাজালেন আয়োজকরা

অনেকেই বলছেন, হোস্টেলে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য এমন অনুপ্রবেশ ও খাবার খাওয়া সাধারণ ঘটনা। তাই বলে তাকে বাসন মাজানো ঠিক নয়

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৭:৫৬ পিএম

দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খাওয়ার সময় ধরা পড়ায় স্নাতকোত্তর পাস যুবককে বাসন মাজিয়েছেন আয়োজকরা।

ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এমন ঘটনা। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ঘটনাস্থল, এলাকা, ভুক্তভোগী ও অভিযুক্ত কারোরই বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেদনের সঙ্গে ওই যুবকের বাসন মাজার ভিডিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

প্রতিবেদনে বলা হয়, এমবিএ পাস করা ওই যুবক দাওয়াত ছাড়াই একটি বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েন। এই অনুপ্রবেশের পর তিনি আয়োজকদের হাতে ধরা পড়ে যান। পরে তাকে বাসন মাজার সাজা দেওয়া হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায় আয়োজকদের মধ্য থেকে এক ব্যক্তি ওই যুবককে বলছেন, আপনি কি বিনামূল্যে খাবার খাওয়ার শাস্তি জানেন? এখন আপনি এখানকার সব বাসন ঠিকমতো ধুয়ে ফেলুন।

এছাড়া ভিডিওতে ওই যুবকের পরিচয় জানতে চাইলে সে জবলপুরের বাসিন্দা ও ভোপালে এমবিএ পড়ছে বলে জানায়।

একজন তার কাছে বাসন ধোয়ার অনুভূতি জানতে চাইলে সে জানায়, “ফ্রি খেয়েছি, কিছু তো করতেই হবে।”

যদিও ভিডিওর ঘটনা সত্যিই ঘটেছে, নাকি এটা নিছক মজার ছলে বানানো এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

তবে অনেকেই বলছেন, হোস্টেলে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য এমন অনুপ্রবেশ ও খাবার খাওয়া সাধারণ ঘটনা। তাই বলে তাকে বাসন মাজানো ঠিক নয়।

About

Popular Links