ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সাহস যুগিয়েছেন যুক্তরাজ্যের দুঃসাহসী অভিযাত্রী ও টিভি উপস্থাপক বিয়ার গ্রিলস। যুদ্ধের সময়ে প্রেসিডেন্টকে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন বিয়ার গ্রিলস। জেলেনস্কিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন তিনি। প্রতিবেদনটি কয়েকদিনের মধ্যেই প্রচার করা হবে।
এ প্রতিবেদনে ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে এমন কিছু তথ্য আছে যা আগে কেউ কখনো জানতেন না বলে দাবি বিয়ার গ্রিলসের।
ইনস্টাগ্রামে বিয়ার গ্রিলস লিখেছেন, “এ সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়া এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। এটি আলাদা একটি অভিজ্ঞতা। ইউক্রেন এখন শীতের মধ্যে যাচ্ছে, এই সময়ে তাদের অবকাঠামো হামলার মধ্যে রয়েছে, লাখ লাখ মানুষ বেঁচে থাকতে কষ্ট করছে। এ বিশেষ প্রতিবেদনে জেলেনস্কি সম্পর্কে এমন কিছু তথ্য দেখানো হয়েছে যা আগে কখনো দেখানো হয়নি।”
তিনি লিখেন, “আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে এমন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিচ্ছেন। এ সম্পর্কে যা জানতে চেয়েছিলাম এরচেয়ে বেশি তথ্য পেয়েছি। দ্রুতই প্রতিবেদনটি আসছে। এমন দুঃসময়ে আমাকে সুন্দর আতিথেয়তা দেওয়ায় জেলেনস্কি আপনাকে অসংখ্য ধন্যবাদ, শক্ত থাকুন।”
পোস্টে জেলেনস্কির সঙ্গে নিজের তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই টিভি উপস্থাপক।
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ রুশ সেনা ও ১ লাখ ইউক্রেনীয় সেনা আহত বা নিহত হয়েছেন।