Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাইজেরিয়ায় মসজিদে বন্দুক হামলা, ইমামসহ নিহত ১২

হামলাকারীরা মসজিদ থেকে অনেক লোককে জড়ো করে এবং ঝোপের কাছে নিয়ে যায়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৯ পিএম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়ে সেখানকার ইমামসহ অন্তত এক ডজন মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা।

স্থানীয় সময় শনিবার (৩ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলের একটি মসজিদে এই হামলা হয়।

রবিবার (৪ ডিসেম্বর) স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় কয়েকজনকে মসজিদ থেকে অপহরণ করা হয়। এই হামলাকারীরা দস্যু হিসেবে পরিচিত। তারা আক্রমণ, মানুষকে হত্যা ও মুক্তিপণের জন্য অপহরণ করে। হামলাকারীরা গ্রামবাসীদের থেকে ফসল চাষ এবং তার সুরক্ষার জন্য ফিও দাবি করে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যায়।

তিনি বলেন, এশারের নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে প্রধান ইমামসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

ফুন্তুয়ার আরেক বাসিন্দা আবদুল্লাহি মোহাম্মদ বলেন, হামলাকারীরা মসজিদ থেকে অনেক লোককে জড়ো করে এবং ঝোপের কাছে নিয়ে যায়। অপহরণ করা নিরীহ লোকদের মুক্তির জন্য আমি তাদের কাছে প্রার্থনা জানিয়েছি।

কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্ব ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন বাসিন্দার সহযোগিতায় নামাজ পড়তে আসা কয়েকজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

   

About

Popular Links

x