বিয়ের আসরে ছবি তোলা নিয়ে বিরোধ থেকে বর ও কনে পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
গত ৮ ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের রামপুরের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বরযাত্রা নিয়ে কনের বাড়িতে পৌঁছানোর পর ছবি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় বরপক্ষ আগে ছবি তুলতে চাইলে কনে পক্ষ তাদের ওপর চড়াও হয়। শুরু হয়ে যায় মারামারি। এতে বরের বোন ও চাচা আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা বলরাম সিং বলেন, বিয়েতে ছবি তোলা নিয়ে বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
এদিকে এই মারামারিতে ক্ষুব্ধ হয়ে বিয়েতে অস্বীকৃতি জানিয়েছিলেন বর। যদিও শেষ পর্যন্ত আপোষেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।