Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রস্রাব করতে নেমে ডাকাতের কবলে, খোয়ালেন মার্সিডিজ

ছুরি হাতে তিন ব্যক্তি তার পথরোধ করে ও মার্সিডিজ গাড়িটি নিয়ে পালিয়ে যায়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

ভারতে প্রস্রাব করতে নামার পর ডাকাতের কবলে পড়ে মার্সিডিজ খুইয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দেশটির রাজধানী নয়াদিল্লির গুরগাঁওয়ে এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভুক্তভোগী আইনজীবী অনুজ বেদি গুরগাঁওয়ের ৬৬ নম্বর সেক্টরের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন রাতে মদের দোকান থেকে বেরিয়ে নিজের সি২২০ মডেলের মার্সিডিজ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এরমধ্যে পথে প্রস্রাব করতে সড়কের পাশে গাড়িটি থামান। তখনই ছুরি হাতে তিন ব্যক্তি তার পথরোধ করে ও মার্সিডিজ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার থানায় মামলা করেছেন অনুজ বেদি।

গুরগাঁওয়ের স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ কুমার বলেন, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত ওই গাড়ি উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তার করা হবে।

   

About

Popular Links

x