Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের সবচেয়ে খর্বকায় যুবক ইরানের আফশিন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলছে, আফশিনের উচ্চতা দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:২১ পিএম

ইরানের পশ্চিম আজারবাইজানের বাসিন্দা ২০ বছরের তরুণ আফশিন ইসমাঈল গাদেরজাদেহ বিশ্বের সবচেয়ে খর্বকায় যুবক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০২ সালে ইরানের ওয়েস্ট আজারবাইজানের প্রত্যন্ত এক গ্রামে আফশিনের জন্ম হয়। তিনি কুর্দি ও ফার্সি উভয় ভাষাতেই পারদর্শী।

জন্মের পর থেকেই আফশিন আর দশটা মানুষের মতো জীবন যাপন করতে পারেননি। বয়স যত বেড়েছে তার জীবন যাপন আরও কঠিন হয়েছে। উচ্চতার কারণে তিনি স্কুলেও যেতে পারেননি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই অফিসে আফশিনের উচ্চতা মাপা হয়। তাতে দেখা যায়, তার উচ্চতা দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, দুবাই অফিসে ২৪ ঘণ্টার মধ্যে তিনবার তার উচ্চতা মাপা হয়।

আফশিনের বাবা ইসমাঈল গাদেরজাদেহ বলেন, আমার ছেলের কোনো মানসিক সমস্যা নেই। ছেলের শারীরিক দুর্বলতাই তার পড়ালেখা বন্ধ হওয়ার প্রধান কারণ।

আফশিনের আগে বিশ্বের সবচেয়ে খর্বাকার যুবক ছিলেন কলম্বিয়ার ৩৬ বছরের যুবক এডওয়ার্ড নিনো হার্নান্দেজ। তার উচ্চতা আফশিনের চেয়ে দুই দশমিক সাত ইঞ্চি বেশি।

About

Popular Links