Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাতৃত্বকালীন ছুটি পাবে কেরালার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা

গর্ভপাত হলে ১৪ দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় (এমজিইউ)

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম

অন্তঃসত্তা শিক্ষার্থীদের ৬০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেরালা অঙ্গরাজ্যের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় (এমজিইউ)।

১৮ বছর বা তার বেশি বয়সী ডিগ্রি ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এই ছুটি নিতে পারবেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সিন্ডিকেটে বৈঠকের পর একটি নোটিশ ইস্যু করা হয়। বৈঠকে উপ-উপাচার্য সিটি অরবিন্দ কুমার সভাপতিত্ব করেন।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে সমীক্ষা করার জন্য গঠিত কমিটির সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সন্তান হওয়ার আগে বা পরে মাতৃত্বকালীন ছুটি নেওয়া যেতে পারে, তবে শুধু প্রথম বা দ্বিতীয় গর্ভাবস্থার জন্য এই ছুটি। অধ্যয়নকালে একবার মঞ্জুর হবে এই ছুটি।

এতে আরও বলা হয়েছে, এক কোর্সে একবার মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর কোনো শিক্ষার্থী যদি ওই কোর্সে থাকা অবস্থায় কখনও গর্ভপাতের শিকার হন, সেক্ষেত্রে তাকে ১৪ দিনের ছুটি দেওয়া হবে।

ওই নোটিশে আরও বলা হয়, মাতৃত্বকালীন ছুটির জন্য অবশ্যই চিকিৎসকের সার্টিফিকেটসহ সবধরনের কাগজপত্র জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

   

About

Popular Links

x