Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী শি ঘনিষ্ঠ কিন গ্যাং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বস্ত সহযোগী কিন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার চিফ প্রটোকল অফিসার হিসেবে কাজ করেছেন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০:৪৮ পিএম

এক দশক ধরে চীনের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন শি ঘনিষ্ঠ কিন গ্যাংকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত এক দশক ধরে চীনের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা ওয়াং ইয়ি-এর স্থলাভিষিক্ত হবেন ৫৬ বছর বয়সী কিন।

অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য নির্বাচিত হয়েছেন ৬৯ বছর বয়সী ওয়াং ইয়ি। ধারণা করা হচ্ছে চীনের পররাষ্ট্রনীতি আরও বড় ভূমিকা পালন করবেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক দায়িত্ব পালন করেছেন কিন। এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ব্রিটেনে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বস্ত সহযোগী কিন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার চিফ প্রটোকল অফিসার হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে ১১তম চীনা রাষ্ট্রদূত হিসেবে ওয়াশিংটনে ১৭ দায়িত্ব পালন শেষে এবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন।

   

About

Popular Links

x