Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

লেবানন উপকূলে ২০০ অভিবাসীসহ নৌকাডুবি

নৌকাটি অবৈধভাবে লেবাননের আঞ্চলিক জলসীমা অতিক্রম করছিল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১১:০০ পিএম

ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া সময় মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের উপকূলীয় এলাকায় ২০০ অভিবাসীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

শনিবার (৩১ ডিসেম্বর) লেবাননের সামরিক বাহিনী এক টুইটে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের উপকূলের কাছে প্রায় ২০০ জন অভিবাসীকে বহনকারী নৌকা ডুবে যায়। পরে নৌবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে উদ্ধার করেন।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ডুবে যাওয়া নৌকাটি লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে লোকজনকে পরিবহন করছিল।

এতে বলা হয়, নৌকাটি অবৈধভাবে লেবাননের আঞ্চলিক জলসীমা অতিক্রম করছিল।

তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেয়নি দেশটির সামরিক বাহিনী।

About

Popular Links