Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত ৩০

তালেবান গোষ্ঠীর আয়ের অন্যতম উৎসও খনিগুলো

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০৮:১৯ পিএম

আফগানিস্তানের উত্তর-পশ্চিমে বাদাক্ষশান প্রদেশের কোহিস্তান জেলায় একটি সোনার খনি ধসে কমপক্ষে ৩০জন নিহত এবং ৭জন আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। রোববার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।

প্রদেশটির এক মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি এএফপিকে জানান, এলাকাটির জনগণ  কয়েকদশক ধরে স্বর্ণ উত্তোলনের সাথে সংশ্লিষ্ট। তবে তারা পেশাদার খনি শ্রমিক নন বলেও তিনি জানান। এছাড়াও এলাকাটির সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের ৫০ হাজার আফগান মুদ্রা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত,আফগানিস্তানে অবৈধভাবে খনি থেকে সম্পদ উত্তোলন করা হয় এই অঞ্চল থেকেই। এছাড়াও তালেবান গোষ্ঠীর আয়ের অন্যতম উৎসও খনিগুলো।
About

Popular Links