Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিলামে উঠছে যান্ত্রিকভাবে মুদ্রিত প্রথম বাইবেল

বাইবেলের কপিটির মূল্যমান পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ডের মধ্যে নির্ধারণ করা হয়েছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫ পিএম

প্রায় চারশ বছর আগে যান্ত্রিকভাবে প্রথমবারের মতো বাইবেল মুদ্রিত হয়েছিল। সেটিরই একটি কপি এবার নিলামে তোলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব বেলফাস্ট থেকে এটি নিলামে উঠছে। এর আগে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি শহরের প্রতিষ্ঠাতা বাইবেলটি ‘‘নিউ ওয়ার্ল্ডে'' নিয়ে এসেছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বাইবেলের কপিটির মূল্যমান পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ডের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

জেনেভা বাইবেলকে ধরা হয় প্রথম যান্ত্রিকভাবে মুদ্রিত বাইবেল হিসেবে। কিং জেমস বাইবেলেরও অর্ধশতক আগে ১৫৬০ সালে মুদ্রিত হয়েছিল কপিগুলো। সে সময় জনসাধারণের হাতে বিতরণের উদ্দেশ্যে প্রচুর সংখ্যক ছাপা হয়েছিল এটি।

যে বাইবেলটি নিলামে উঠছে সেটি ১৬১৫ সালে মুদ্রিত এবং ১৬৩৩ সালে এলিজাবেথ পোল নামের এক নারী যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে ম্যাসাচুসেটসের টাওনটন শহর প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এলিজাবেথ। তাকে ধরা হয় উত্তর আমেরিকায় শহর প্রতিষ্ঠাকারী প্রথম নারী হিসেবে।

নিলামে ওঠার অপেক্ষায় থাকা জেনেভা বাইবেলটির কপিটি মুদ্রণ করেছিলেন রবার্ট বেকার নামের এক ব্যক্তি।

ব্লুমফিল্ড অকশনসের ব্যবস্থাপনা পরিচালক কার্ল বেনেট বলেন, বাইবেলটির ঐতিহাসিক গুরুত্ব এবং এর সঙ্গে আধুনিক যুক্তরাষ্ট্রের সংযোগের কারণে বিশ্বব্যাপী আগ্রহ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।

About

Popular Links