Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিদেশিদের জন্য ওমরাহর বিমা খরচ ৬৩% কমেছে

১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে নতুন এই নির্দেশনা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৫২ পিএম

সৌদি আরবের বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীদের জন্য কম্প্রেহেনসিভ ইন্স্যুরেন্স কস্ট তথা সমন্বিত বিমা খরচ ৬৩% হ্রাস করা হয়েছে।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এমন ঘোষণা দিয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি গেজেট।

প্রতিবেদনে জানানো হয়, ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন এই নির্দেশনা মোতাবেক বিমা খরচ ২৩৫ থেকে কমেছে ৮৭ সৌদি রিয়ালে। সৌদি আরবের বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীদের জন্যই মূলত এই বিমা পলিসি।

বিভিন্ন জরুরি অবস্থা যেমন চিকিৎসা, হাসপাতালে ভর্তি, গর্ভাবস্থা, প্রসব, ডেন্টাল কেস, ট্রাফিক দুর্ঘটনায় আঘাত, ডায়ালাইসিস এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক মেডিকেল ইভাকুয়েশন কাভার করে এই বিমা।

এ ছাড়াও দুর্ঘটনাজনিত স্থায়ী অক্ষমতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুর ঘটনা, মৃত ব্যক্তির দেহ তার নিজ দেশে পাঠানোর মতো কেসগুলোও এই বিমা কাভার করে থাকে। ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়ার ক্ষতিপূরণও বিমার অন্তর্ভুক্ত।

মন্ত্রণালয় বলেছে, এই বিমা কাভারেজের সময়কাল সৌদিতে প্রবেশের দিন থেকে ৯০ দিন পর্যন্ত এবং তা শুধুমাত্র দেশটির মধ্যেই কার্যকর।

About

Popular Links