Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কিউবায় অভিবাসী নৌকাডুবিতে নিহত ৫

এ ঘটনার পরে দুটি উপকূলরক্ষী নৌকা দুর্ঘটনাকবলিতদের মধ্য থেকে ১১ জনকে উদ্ধার করে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম

কিউবা থেকে যুক্তরাষ্ট্রগামী অবৈধ অভিবাসীবাহী একটি নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) কিউবার সরকারি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী ঢেউয়ের কারণে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পরে দুটি উপকূলরক্ষী নৌকা দুর্ঘটনাকবলিতদের মধ্য থেকে ১১ জনকে উদ্ধার করে। 

প্রতিবেদনে বলা হয়, নৌকা থেকে ১২ জন নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, মার্কিন অঞ্চলে পৌঁছাতে গত ২৫ জানুয়ারি কিউবার রাজধানী হাভানার ১১৫ কিলোমিটার (৭০ মাইল) পূর্বে কার্ডেনাস পৌরসভা থেকে ওই অভিবাসীরা অবৈধভাবে দেশ ত্যাগ করেছিল। পরের দিন নৌকাটি ডুবে যায়।

২০২২ সালের অক্টোবর থেকে ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ড অন্তত ৫,৩২১ কিউবানকে সমুদ্রে আটকে দিয়েছে। এরপরেও কিউবানদের দেশত্যাগ কমছে না।

   

About

Popular Links

x