Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

গ্রামের পুকুর থেকে ধরা পড়ল ৫০০ কেজির কুমির

ইন্দোনেশিয়ার পশ্চিম পাসামানের মান্দিয়াঙ্গিনির গ্রামবাসীদের হাতে ধরা পড়েছে ৫০০ কেজি ওজনের বিশাল এক কুমির

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিম পাসামানের মান্দিয়াঙ্গিনির গ্রামবাসীদের হাতে ধরা পড়েছে ৫০০ কেজি ওজনের বিশাল এক কুমির। কুমিরটি লম্বায় ৫ মিটার। 

গ্রামবাসীদের নিরাপত্তার কথা ভেবে সোমবার (৬ ফেব্রুয়ারি) কুমিরটি চিড়িয়াখানায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিম সুমাত্রা ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন এজেন্সির (বিকেএসডিএ) প্রধান আরদি আন্দোনো কুমির ধরার ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধরা পড়া কুমিরটি প্রায় ৫ মিটার লম্বা। এর আগের রাতে আরেকটি কুমির ধরা হয়েছিল। এই অঞ্চলটিতে কুমির আর মানুষের সংঘর্ষের ঘটনা প্রায়ই হয়ে থাকে। এর আগে ওই এলাকাটিতে এ রকম ৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে কুমির প্রজনন স্থানের বিষয়ে কাজ চলছে।

   

About

Popular Links

x