Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

২০২২ সালে দুবাইয়ে অবকাশ যাপনে গেছেন দেড় কোটি পর্যটক

এ বছরে এই হার আরও বাড়বে বলেই আত্মবিশ্বাসী দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ পিএম

২০২২ সালে প্রায় দেড় কোটি পর্যটক পেয়েছে দুবাই। যা ২০২১ সালের তুলনায় ৯৭% বেশি।

দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ইকোনোমি এন্ড টুরিজম এই তথ্য দিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস।

২০২১ সালে দুবাইয়ে পর্যটক গিয়েছিল ৭০ লাখ ২৮ হাজার। সেই তুলনায় এক বছরেই দুবাইয়ে পর্যটক যাওয়ার হার বেড়েছে ৯৭%।

সবশেষ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালেও পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে মরুর এই অঞ্চলটি। করোনা পরবর্তী সময়ে ধীরে ধীরে আবারও সরব হয়ে উঠছে দুবাইয়ের পর্যটন খাত।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম বলেছেন, ‌পর্যটকের এই ঊচ্চমাত্রাই জানান দিচ্ছে দিনে দিনে আরও উন্নত হচ্ছে দুবাইয়ের পর্যটন ব্যবস্থা। এ বছরে এই হার আরও বাড়বে বলেই আত্মবিশ্বাসী তিনি।

২০৪০ আরবান মাস্টার প্লান নিয়ে আগাচ্ছে দুবাই। এতে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে বলেই প্রত্যাশা কর্তপক্ষের। পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালে ৪ কোটি পর্যটকের মাইলফলক ছুঁতে চায় সংযুক্ত আরব আমিরাতের এই রাজ্য। এই খাত থেকেই তারা ৪৫০ বিলিয়ন দিরহাম আয় করার পরিকল্পনা করছে।

   

About

Popular Links

x