Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

জনসমক্ষে জ্যাক মা, সময় কাটাচ্ছেন ঘুরেফিরে

জ্যাক মা ২০২২ সালের শেষের দিকে ধীরে ধীরে বিশ্বব্যাপী তার ভ্রমণ শুরু করেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

২০২০ সালে হঠাৎ নিখোঁজ আলিবাবা ডট কমের কর্ণধার ও চীনা বিলিয়নিয়ার জ্যাক মাকে জনসমক্ষে দেখা গেছে।

সম্প্রতি তাকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘুরে বেড়াতে দেখা যায়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম জাপান টাইমস

প্রতিবেদনে বলা হয়, জ্যাক মা ২০২২ সালের শেষের দিকে ধীরে ধীরে বিশ্বব্যাপী আবার তার ভ্রমণ শুরু করেন। থাইল্যান্ডে যাওয়ার আগে তিনি টোকিও এবং জাপানের গ্রামাঞ্চলে সময় কাটান। সেখানে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং একটি মুয়ে থাই বক্সিং ম্যাচ খেলেন।

তিনি গত মাসে হংকংয়েও ফিন্যান্স ও টেক এক্সিকিউটিভদের সঙ্গে দেখা করতে যান।

সম্প্রতি তাকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি হোটেলে দেখা গেছে।

যদিও তার ভ্রমণসূচি এখনো অস্পষ্ট।

জানুয়ারি মাসে চীনা তথ্যপ্রযুক্তির বৃহৎ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন জ্যাক মা।

চীনের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করায় ২০২০ সালের শেষ দিকে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও তিন মাস নিখোঁজ ছিলেন।

সম্প্রতি চীনের বিলিয়নিয়ার ও ব্যাংকারদের একজন বাও ফ্যান নিখোঁজ হয়েছেন বলে দাবি করে তার কোম্পানি।

চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাও ফ্যানের সঙ্গে গত কয়েকদিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের দাবি, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিরোধের জেরে গত কয়েক বছরে অন্তত ছয়জন বিলিয়নিয়ার নিখোঁজ ছিলেন।

   

About

Popular Links

x