Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

দার্জিলিংয়ের বনে উচ্চমূল্যের বিরল দুমুখো সাপ উদ্ধার

মাথা এবং লেজ একই ধরণের হওয়ায় সাপটিকে ডাবল ইঞ্জিনও বলা হয়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ পিএম

ভারতের দার্জিলিংয়ের বনাঞ্চল থেকে উচ্চমূল্যের বিরল রেড স্যান্ড বোয়া সাপ উদ্ধার করেছে দেশটির বনরক্ষীরা। এসময় ওই সাপ নিয়ে বেআইনি ব্যবসার অভিযোগে চারজনকে আটক করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সাপটি উদ্ধারের সময় ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

অভিযুক্তরা হলেন অরিন্দম সরকার, পাসাং লামা শেরপা, আববার মিয়া এবং জগদীশ রায়।

এদিকে এ ঘটনায় ওই সাপের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই।

ছবির ক্যাপশনে বলা হয়, বেলাকোবার বনরক্ষীরা দার্জিলিং বনাঞ্চল থেকে রেড স্যান্ড বোয়া (এরিক্স জনি) আটক করেছে। সাপ নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাথা এবং লেজ একই ধরণের হওয়ায় সাপটিকে ডাবল ইঞ্জিনও বলা হয়।

ভারত, ইরান ও পাকিস্তানে এই সাপ পাওয়া যায়।

এর স্থানীয় নাম রয়েছে, যেমন ভারতীয় স্যান্ড বোয়া, জনস স্যান্ড বোয়া, রেড স্যান্ড বোয়া এবং ব্রাউন স্যান্ড বোয়া।

About

Popular Links