Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত, আহত ১০২

গত কয়েকদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে শহরটি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩২ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন। এরমধ্যে অন্তত তিনজন অস্ত্রধারী এবং তিনজন বেসামরিক রয়েছেন। এছাড়াও এতে শতাধিক মানুষ আহত হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে। গত কয়েকদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে শহরটি।

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, নাবলুসে একটি বাড়িতে তাদের দুই কমান্ডারকে ইসরায়েলি সৈন্যরা ঘিরে রেখেছে ও সংঘর্ষের সূত্রপাত করেছে, যা অন্য বন্দুকধারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এসময় বিস্ফোরণের শব্দ শোনা যায় ও স্থানীয় যুবকরা সৈন্যদের সাঁজোয়া যান লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

ফিলিস্তিনি সূত্র বলেছে, অপর এক বন্দুকধারীসহ ইসলামিক জিহাদের দুই কমান্ডার ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন বেসামরিক রয়েছেন। এদের একজনের বয়স ৭২ বছর।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেছে, অন্তত ১০২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৬ জন গুরুতর আহত।

এদিকে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কেউ হতাহত হয়নি।

২০২৩ সালের প্রথম দুই মাসে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জন। নিহতদের মধ্যে ১২ শিশু রয়েছে।

About

Popular Links