Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

২০৩৫ সালের মধ্যে অতিরিক্ত মোটা হবেন বিশ্বের অর্ধেক মানুষ

প্রতিবেদন বলছে, সংখ্যার বিচারে এটি হবে ৪০০ কোটিরও বেশি, আর এটির সবচেয়ে বেশি প্রভাব পড়বে শিশুদের মধ্যে

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৬:৫৫ পিএম

২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন।

সংস্থাটি বলছে, সংখ্যার বিচারে এটি হবে ৪০০ কোটিরও বেশি। আর এটির সবচেয়ে বেশি প্রভাব পড়বে শিশুদের মধ্যে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সতর্কতা জানিয়ে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন বলছে, এখনই পদক্ষেপ না নেওয়া হলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা স্থূল বা অতিরিক্ত ওজনের শিকার হবে।

এরমধ্যে আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে মোটা তথা অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে।

সংস্থাটি বলছে, ২০৩৫ সালের মধ্যে স্থূলতার খরচ গিয়ে দাঁড়াবে বার্ষিক ৪ লাখ কোটি মার্কিন ডলারের বেশিতে।

নিজেদের বানানো প্রতিবেদন বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর।

তিনি বলেন, শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এই বিষয়টিকে বিশেষভাবে উদ্বেগজনক

স্থূলতার হার বৃদ্ধির কারণ হিসেবে সংস্থাটি বলছে, বেশি বেশি প্রক্রিয়াজাত খাবার পছন্দের প্রবণতা, বেশি মাত্রায় বসে থাকার অভ্যাস, খাদ্য সরবরাহ এবং বিপণন নিয়ন্ত্রণের দুর্বল নীতি এবং ওজন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য শিক্ষায় সহায়তা করার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিষেবা না থাকায় স্থূলতা বৃদ্ধি পাচ্ছে।

প্রতিবেদনটি সোমবার জাতিসংঘে উপস্থাপন করা হবে।

স্থূলতা হলো একটি মেডিকেল শব্দ যা মূলত উচ্চ মাত্রায় চর্বিযুক্ত কোনো ব্যক্তিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়।

   

About

Popular Links

x