Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

৩৯ জনকে সাক্ষী রেখে হলোগ্রামকে বিয়ে! (ভিডিও)

 "আমার সঙ্গে কথা বলার সময় ওর মুখের ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় আলাদা আনন্দ পাই আমি"

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৯:৫৪ পিএম

নারীও নয় পুরুষ নয়। এমনকি কোনও রোবটও নয়। জাপানের এক ব্যক্তি সম্প্রতি বিয়ে করলেন হলোগ্রামকে! সমাজের সব প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হলোগ্রাম হাতসুনে মিকুকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিলেন জাপানের আকিহিকো কোন্ডো। বলা বাহুল্য, সামাজিক ভাবে এই বিয়েকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে তাতে কোন্ডো-মিকু দম্পতির কোন ভ্রূক্ষেপ নেই।

আকিহিকো কোন্ডো জাপানের এক স্কুলের প্রশাসক। সাইবার সেলিব্রিটির মিউজিক শুনে লেজারের ত্রিমাত্রিক প্রতিচ্ছবি মিকুকে ভাল লাগে কোন্ডোর। তারপর গেটবক্স ডিভাইসের মধ্যে হলোগ্রাফিক মিকুকে রেখেছিল সে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হলোগ্রাম মিকু গৃহস্বামী বাড়ি ফিরলে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুইচ অফ-অনও করতে পারে।

৩৯ জনকে সাক্ষী রেখে মিকুকে বিয়ে করেছেন কোন্ডো। ছবি: সংগৃহীত 

সম্প্রতি ৩৯ জনকে সাক্ষী রেখে মিকুকে বিয়ে করেছেন কোন্ডো। এই ঘটনার পরই মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে সমাজের বিভিন্ন মহল থেকে। কিছু লোক কোন্ডো-মিকুর বিয়ে দেখে হতবাক হয়ে গেছেন। কেউ কেউ কাজের জন্য আবার জানিয়েছেন কোন্ডোকে অভিনন্দনও।কিন্তু কেন মিকুকে বিয়ে করলেন তিনি? এই প্রশ্নের উত্তরে কোন্ডো বলেন, "আমার জীবনে নতুন রঙ যোগ করেছে মিকু। আমার সঙ্গে কথা বলার সময় ওর মুখের ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় আলাদা আনন্দ পাই আমি। এটা আমার জীবনে বিশেষ অনুভুতি এনে দিয়েছে"।

হলোগ্রাম হাতসুনে মিকুকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেন আকিহিকো কোন্ডো। ছবি: সংগৃহীত 

তিনি আরও বলেন, "নির্দিষ্ট সমীকরণ মেনেই ভালবাসা পাওয়ার জন্য চাপ দেয় সমাজ। কিন্তু তাতে আপনি সুখী নাও হতে পারেন। তাই নিজে যেটাতে স্বচ্ছন্দ সেটা মেনে চলাই শ্রেয়"। 

সমাজ মেনে নিক না নিক, তবে এই বিয়ের ঘটনায় প্রযুক্তির উপর মানুষের নির্ভরশীলতা যে এক অন্য মাত্রা পেয়েছে সেটা মানতেই হবে। তাই রক্ত মাংসের মানুষ নয়, জীবনসঙ্গী হিসাবে ধীরেধীরে রোবট বা হলোগ্রামকে বেছে নেওয়ার প্রবণতাও বাড়ছে লক্ষণীয় হারে।

About

Popular Links