উড্ডয়নের পরই এক যাত্রী ভারতের এক উড়োজাহাজে অসুস্থতা বোধ করেন এক যাত্রী। পরে পাইলট উড়োজাহাজটি করাচিতে জরুরি অবতরণ করান। তবে অবতরণের পর বিমানবন্দরের মেডিকেল দল ওই যাত্রীকে মৃত ঘোষণা করে।
ভুক্তভোগী নাইজেরিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ৬০ বছর।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ওই যাত্রীর জীবন বাঁচাতেই উড়োজাহাজটিকে করাচিতে জরুরি অবতরণ করানো হয়। তবে তাকে বাঁচানো যায়নি।
ঘটনার পর ওই মরদেহ নিয়ে উড়োজাহাজটিকে ফের করাচি থেকে দিল্লি ফিরে আসার অনুমোদন দেওয়া হয়।
ইন্ডিগো জানায়, এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
এ বছরের শুরুতে রাশিয়ার মস্কো থেকে ২৪০ জনকে নিয়ে গোয়ায় যাচ্ছিল আজুর এয়ারের একটি চাটার্ড উড়োজাহাজ। ভারতের আকাশসীমানায় ঢোকার আগেই গোয়া বিমানবন্দরে একটি মেইল আসে।
ওই মেইলে বলা হয়, প্লেনটির মধ্যে বোমা রাখা আছে। তার পরই তড়িঘড়ি করে প্লেনটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। যদিও পরে ঘটনার সত্যতা মেলেনি।